‘চেয়ার দেওয়া হত না…’, দিল্লিতে গিয়ে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ। ফাইল ছবি

দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে দিল্লিতে গিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা শিবপ্রকাশের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে দিলীপ বিস্ফোরক অভিযোগ করেন, “দলের মিটিংয়ে আমাকে চেয়ার পর্যন্ত দেওয়া হতো না।”

মঙ্গলবারই জরুরি ভিত্তিতে দিলীপকে দিল্লিতে ডেকে পাঠায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার তিনি সস্ত্রীক দিল্লিতে পৌঁছে বিজেপির সদর দফতরে যান এবং শিবপ্রকাশের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের পরে দিলীপ বলেন, “এখনও পর্যন্ত কোনও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়নি। কেন্দ্রীয় কমিটি গঠনের পর সিদ্ধান্ত হবে।” তিনি যোগ করেন, “আমি টিভিতে প্রতিদিন থাকি, সক্রিয় আছি। সাংগঠনিক দায়িত্ব না থাকলেও দল ছাড়ার প্রশ্ন ওঠে না। যারা পার্টি ছাড়াতে চেয়েছিল, তাদের উদ্দেশ্য সফল হয়নি।”

সম্প্রতি দিঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ঘিরে দলের অন্দরে সমালোচনার জবাবে দিলীপ বলেন, “আমি তো সবার প্রশংসা করি। যাঁদের নামে এত কেস, তাঁরাই বড় বড় কথা বলেন। আমি যাঁর পাশে বসেছি, তাঁর নামে কোনও অভিযোগ নেই। আমি যদি কারও পাশে বসি, তাতে কি প্রমাণ হয় আমি খারাপ?”

শেষে দলেরই একাংশকে নিশানা করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গুরুত্ব দিয়েছেন, সেটাই অনেকের সহ্য হয়নি।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক