ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের, তৃণমূলের পাল্টা বিক্ষোভ

দিলীপ ঘোষ। ফাইল ছবি

বিতর্ক যেন পিছু ছাড়ছে না দিলীপ ঘোষের। শুক্রবার খড়গপুরে রাস্তার উদ্বোধন ঘিরে মহিলাদের বিক্ষোভের পর, এবার আরও রুদ্র মেজাজে দেখা গেল তাঁকে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূল যদি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, তাহলে বাড়িতে ঢুকে মারব। নাহলে বাড়ি থেকে টেনে এনে চৌরাস্তায় মারব।”

প্রসঙ্গত, শুক্রবার এক রাস্তার উদ্বোধনে গেলে স্থানীয় মহিলাদের ক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। তাঁরা প্রশ্ন তোলেন, সাংসদ বা বিধায়ক না হয়েও তিনি কীভাবে রাস্তা উদ্বোধন করতে পারেন? বিক্ষোভের মাঝেই দিলীপ ঘোষ ও তৃণমূল সমর্থকদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেন দিলীপ ঘোষ।

শনিবার ফের সেই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “যে-ই হোক, বেয়াদপি করলে টেনে এনে রাস্তায় পেটাব।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

এরপরই দিলীপ ঘোষের খড়গপুরের বাংলোর সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পাল্টা পথে নামে বিজেপিও। যদিও সেই সময় বাংলোয় ছিলেন না দিলীপ ঘোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের