তৃণমূলে যোগ দিলেন দীপঙ্কর দে, ভরত কল, শাওনা খান ও লাভলি মিত্র

কলকাতা : শুক্রবার তৃণমূল কংগ্রেস যোগ দিলেন দীপঙ্কর দে, ভরত কল সহ একাধিক সেলেব্রিটি। এ দিন দলে যোগ দেন রশিদ খানের মেয়ে শাওনা খান এবং ‘মোহর’ ও ‘জল নূপুর’ খ্যাত লাভলি মিত্র।

নিজের তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ার কারণ নিয়ে বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে জানিয়েছেন, ‘‘তিনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই তাঁর চিকিৎসার খরচ বহন করেছে। তাঁকে একাধিকবার সম্মান দেওয়া হয়েছে। তাই বর্ষীয়ান অভিনেতার যুক্তি ‘আমি বেইমানি করতে পারব না’।

এ দিন তৃণমূলে যোগ দেওয়া সেলেব্রিটিদের হাতে পতাকা তুলে দেন ব্রাত্য বসু। এ প্রসঙ্গে তিনি বলেন,‘‘ যে তারকা বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁরা দিল্লি থেকে আগত নেতাদের হাত থেকে পতাকা নিচ্ছেন। এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে বিজেপিতে আঞ্চলিক নেতাদের কোন গুরুত্ব নেই।

সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু কৃষক আন্দোলন প্রসঙ্গে আন্তর্জাতিক তারকাদের মন্তব্য নিয়েও মত ব্যক্ত করেন। তিনি রিহানা, গ্রেটা থুনবার্গ, মিয়া খালিফাদের মন্তব্যকে সমর্থন করেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক