Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এ বার বেলদা থেকে কলকাতার সরাসরি বাস পরিষেবা চালু - NewsOnly24

এ বার বেলদা থেকে কলকাতার সরাসরি বাস পরিষেবা চালু

বেলদা থেকে কলকাতার সরাসরি বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)। বৃহস্পতিবার এই পরিষেবার উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল।

এসবিএসটিসি সূত্রে জানা গেছে, বাসটি প্রতিদিন ভোর ৫টা ৪৫ মিনিটে বেলদা বাস টার্মিনাস থেকে ছাড়বে এবং কাঁথি হয়ে কলকাতায় পৌঁছবে সকাল ১১টা নাগাদ। ফেরত যাত্রায়, বাসটি দুপুর ২টোয় কলকাতা থেকে ছাড়বে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বেলদায় পৌঁছবে।

নতুন বাস পরিষেবা চালু হলেও খুশি নন বেলদার বাসিন্দারা। কারণ, এটি কাঁথি হয়ে ঘুরপথে কলকাতা যাবে, যা সময়সাপেক্ষ। এর আগে, ২০২৩ সালের আগস্টে চালু হওয়া বেলদা-আসানসোল হয়ে কলকাতা যাওয়ার বাস এক সময় বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বেলদা থেকে খড়্গপুর হয়ে সরাসরি কলকাতা যাওয়ার বাস চালু না হওয়ায় যাত্রীরা সমস্যায় পড়ছেন।

এই বাস পরিষেবার ভাড়া ধার্য করা হয়েছে ১৫৮ টাকা। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট জানিয়েছেন, খড়্গপুর হয়ে কলকাতা যাওয়ার বাসের প্রয়োজনীয়তা রয়েছে এবং তিনি বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানাবেন।

সূত্রের খবর, আগামী মার্চ মাস থেকেই বেলদা-খড়্গপুর-কলকাতা সরাসরি বাস পরিষেবা চালু হতে পারে এবং জুন-জুলাই মাসে আরও বাস সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

Related posts

‘মনে হচ্ছে, নিজের কাউকে হারালাম’ পিডিএস নেতা সমীর পুততুণ্ডর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মা উড়ালপুলে অ্যাপ ভিত্তিক শাটল বাসে নিষেধাজ্ঞা, যানজট কমাতে লালবাজারের সিদ্ধান্ত

শীতের দৌড়ে শ্রীনিকেতনকে ছাপাল কল্যাণী, আর কতদিন জাঁকিয়ে শীত?