২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট নিয়ে আজ থেকে পূর্ণাঙ্গ আলোচনা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগেই বাজেট পেশ করেছেন, তবে এতদিন এ নিয়ে কোনো বিতর্ক বা আলোচনা হয়নি।
গত কয়েক দিন ধরে বিধানসভায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের ওপর আলোচনা চলছিল। মঙ্গলবার সেই পর্ব শেষ হওয়ার পর আজ, বুধবার থেকে বাজেট অধিবেশনের আলোচনা শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার বাজেট অধিবেশনের প্রথম ভাগের শেষ দিন। ফলে শাসক ও বিরোধী দলের বিধায়কদের এই দু’দিনের মধ্যেই বাজেট নিয়ে তাদের বক্তব্য তুলে ধরতে হবে।
তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অধিবেশনে থাকবেন না। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেনশনের কারণে অধিবেশনে যোগ দিতে পারবেন না। ফলে শাসক-বিরোধী টানাপোড়েনের মধ্যেই বাজেট আলোচনার দিকনির্দেশনা কী হয়, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।