প্রথম পাতা খবর জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শুরু সবুজসাথী প্রকল্পে সাইকেল বিতরণ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শুরু সবুজসাথী প্রকল্পে সাইকেল বিতরণ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

217 views
A+A-
Reset

চলতি জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই আবারও শুরু হচ্ছে সবুজসাথী প্রকল্পে সাইকেল বিতরণ। বুধবার ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাসের শেষ দিকে আলিপুরদুয়ারের একটি সভা থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হবে। এর পর স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হবে।

মুখ্যমন্ত্রীর অন্যতম জনমুখী এই প্রকল্প চালু হয় ২০১৫ সালে। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর এই প্রকল্পের দায়িত্বে রয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। ঝাড়গ্রামের নয়াগ্রাম থেকে এই প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এখনও পর্যন্ত ১ কোটি ২৭ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এবারও নতুন সাইকেল বিতরণের জন্য প্রস্তুতি শেষ।

এদিন মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রে রাজ্যের উন্নতি তুলে ধরেন। তিনি জানান, তাঁর সরকারের আমলে ৩০টি নতুন বিশ্ববিদ্যালয়, ১৪টি মেডিক্যাল কলেজ, ৫৩টি কলেজ এবং ৭ হাজারের বেশি নতুন স্কুল স্থাপিত হয়েছে। শিক্ষার আধুনিকীকরণে কারিগরি শিক্ষা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মমতা আরও বলেন, কারিগরি শিক্ষার জন্য রাজ্যে ৫০০টি আইটিআই ও পলিটেকনিক কলেজ চালু হয়েছে। উৎকর্ষ বাংলা প্রকল্প থেকে ৪৭ লক্ষ প্রশিক্ষণার্থী দক্ষতা অর্জন করেছেন, যার মধ্যে ১০ লক্ষের বেশি কর্মসংস্থান হয়েছে।

এছাড়া কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রীর মতো প্রকল্পগুলোর সাফল্যের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বর্তমানে রাজ্যে ৮৯ লক্ষ কন্যাশ্রী রয়েছে, এবং তিনি চান এই সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যাক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.