১১ জানুয়ারি গুয়াহাটিতে হবে কলকাতা ডার্বি। সরকারিভাবে জানিয়ে দিল মোহনবাগান। তবে তা জানানো হল ম্যাচের মাত্র তিন দিন আগে।
গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এই মরশুমে দ্বিতীয়বারের জন্য কলকাতার বাইরেই ডার্বি অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে ভুবনেশ্বর বা জামশেদপুরে আয়োজনের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত গুয়াহাটিকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়।
সরকারি ঘোষণা অনুযায়ী, গঙ্গাসাগর মেলার কারণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব নয় বলে রাজ্য সরকার জানিয়েছিল। যদিও ম্যাচটি কলকাতায় আয়োজনের জন্য মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ পূর্ণ চেষ্টা করেছিল। এমনকি নৈহাটী বা কল্যাণীতেও ম্যাচ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছিল।
তবে নদিয়া জেলা পুলিশের নিরাপত্তা দেওয়ার বিষয়ে অনিশ্চয়তার কারণে এবং গঙ্গাসাগর মেলার চাপ সামলাতে শেষ পর্যন্ত কলকাতার পরিবর্তে গুয়াহাটিতে ডার্বি স্থানান্তর করা হয়।