প্রথম পাতা খবর দুর্গাপুজোর পর দীপাবলিও ইউনেস্কোর স্বীকৃতি পেল, দেশজুড়ে উচ্ছ্বাস—বাংলাতেও উদযাপনের প্রস্তুতি

দুর্গাপুজোর পর দীপাবলিও ইউনেস্কোর স্বীকৃতি পেল, দেশজুড়ে উচ্ছ্বাস—বাংলাতেও উদযাপনের প্রস্তুতি

21 views
A+A-
Reset

ভারতের আলোর উৎসব ‘দীপাবলি’ এবার ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বা অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল। দিল্লির লালকেল্লায় আয়োজিত বিশেষ বৈঠকে ইউনেস্কো দীপাবলিকে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত ঘোষণার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েছে দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন—এ দিন বিশ্বব্যাপী ভারতীয়দের জন্য গর্বের।

বাংলার পুজোপ্রেমী মানুষের মধ্যেও আনন্দের ঢেউ। কারণ ২০২১ সালের ১৫ ডিসেম্বর বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এবার দীপাবলি-কালীপুজোর সম্মান বাংলার উৎসব-পরম্পরাকে আরও সমৃদ্ধ করল। অনেকের মতে, “দুর্গোৎসবের পর দীপাবলির এই আন্তর্জাতিক স্বীকৃতি বাঙালির সাংস্কৃতিক মুকুটে নতুন পালক।”

ফাটাকেষ্টর পুজোতে উৎসবের আনন্দ দ্বিগুণ

উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ফাটাকেষ্টর কালীপুজো শহরের অন্যতম জনপ্রিয় বারোয়ারি উৎসব। পুজোর উদ্যোক্তা প্রবন্ধন রায় বলেন, “আমাদের জন্য খুবই আনন্দের খবর। দেশ স্বীকৃতি পেয়েছে, তার বড় অংশীদার তো আমরাই। বিশেষভাবে উদযাপন হবে এই সম্মান।”

ফোরাম ফর দুর্গোৎসবও উচ্ছ্বসিত

দুর্গাপুজোকে ইউনেস্কোর তালিকায় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ফোরাম ফর দুর্গোৎসব দীপাবলির স্বীকৃতির খবরেও উত্তেজিত। সংগঠনের সহ-সভাপতি শাশ্বত বসু বলেন, “বাংলা তথা ভারতের দীপাবলি উৎসব ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে—এ খবর অত্যন্ত আনন্দের। আগামী বছর আলোর উৎসব আরও রঙিন হবে। উদ্যোক্তারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে আরও অনুপ্রাণিত হবেন।”

ফোরাম আগামী ১৪ ডিসেম্বর দুর্গাপুজোর স্বীকৃতি উদযাপনেও প্রস্তুতি নিচ্ছে।

আতসবাজি বিতর্কের মধ্যেও দীপাবলির আন্তর্জাতিক কদর

বছরের পর বছর আতসবাজিকে কেন্দ্র করে পরিবেশ দূষণের অভিযোগ উঠছে। সবুজ বাজির দাবি জোরদার হলেও সমাজে মতবিভেদও রয়েছে। তবে ইউনেস্কো তাদের বিবরণীতে পরিষ্কারই উল্লেখ করেছে—দীপাবলিতে আলো, প্রদীপ, আতসবাজি এবং নতুন সূচনার প্রার্থনাই এর সাংস্কৃতিক পরিচয়।

শহরের বাজিবাজারের উদ্যোক্তা শুভঙ্কর মান্না বলেন, “এই স্বীকৃতির চেয়ে বড় সুখবর আর হয় না। দীপাবলি তো আতসবাজি ছাড়া হয় না। আমরা সবুজ বাজির ব্যবহারের বার্তা সবসময় দিই। আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের ব্যবসা ও কাজকে আরও অনুপ্রাণিত করবে।”

ভারতের অন্যান্য ঐতিহ্যও ইউনেস্কোর তালিকায়

দীপাবলির পাশাপাশি ভারতীয় সংস্কৃতির আরও নানা উপাদান ইউনেস্কোর অমূল্য ঐতিহ্যের তালিকায় রয়েছে—

  • দুর্গাপুজো
  • কুম্ভমেলা
  • গুজরাতের গরবা
  • যোগ
  • রামায়ণের বৈদিক মন্ত্র

সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, “এটা গোটা দেশের জন্য গর্বের মুহূর্ত।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.