প্রথম পাতা খবর পুলিশ সম্পূর্ণ সহযোগিতা করছে, ধরনা তুলতে কোনো চাপ দেওয়া হয়নি, গুজব ছড়াতে নিষেধ করলেন জুনিয়র ডাক্তাররা

পুলিশ সম্পূর্ণ সহযোগিতা করছে, ধরনা তুলতে কোনো চাপ দেওয়া হয়নি, গুজব ছড়াতে নিষেধ করলেন জুনিয়র ডাক্তাররা

270 views
A+A-
Reset

কলকাতা: বুধবার রাতে নবান্নে মুখ্যসচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক শেষ হতেই দেখা যায় স্বাস্থ্য ভবনের সামনে তাঁদের ধর্না মঞ্চ থেকে প্যান্ডেল খুলে নেওয়া হচ্ছে। পেডেস্টাল ফ্যান ম্যাটাডোরে চাপিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশ্যে আসে। এরপরই প্রশ্ন ওঠে তাহলে কি নবান্নের তরফে সদর্থক বার্তা পেয়ে ধরনা তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা?

কিন্তু তারপরে জানা যায় বৈঠকের মিনিটস-এ মুখ্য সচিব স্বাক্ষর না করায় জুনিয়র ডাক্তাররা আপাতত ধরনা চালিয়ে যাবেন। এরই মধ্যে প্যান্ডেল খোলা ও ফ্যান তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়ায়, তা হলে কি অবস্থান তুলে দেওয়ার জন্য কারও কাছ থেকে কোনও ‘চাপ’ আসছে?

এ ব্যাপারে আন্দোলনরত এক জুনিয়র ডাক্তার আনন্দবাজার অনলাইনের কাছে বলেন, ‘‘বুধবার রাত থেকেই আমরা দেখছি বাঁশ, ত্রিপল ইত্যাদি খুলে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলি তো সবই জনগণের দেওয়া। এখন কেউ যদি মনে করেন তিনি আর এ বাবদ অর্থ দেবেন না, তা হলে ধর্নাস্থল থেকে নিশ্চয়ই ফ্যান, ত্রিপল খুলে নিয়ে যাওয়া হবে। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।”

একই সঙ্গে তিনি আরও বলেন, “পুলিশ এখনও সম্পূর্ণ সহযোগিতা করছে আমাদের সঙ্গে। তাঁদের তরফ থেকে কোনও চাপ আসেনি।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.