চিকিৎসক, নার্সদের জন্য বিনা পয়সায় জমি, সঙ্গে আবার পদোন্নতি! ঘোষণা মুখ্যমন্ত্রী

ডেস্ক: গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রতি মাসে দু’দিন করে এসএসকেএমে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠক করবেন। সেই ঘোষণা অনুযায়ী আজ বিকেলে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। এদিন প্রথমবার চিকিৎসক ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক শেষেও বেশ কয়েকটি বড় ঘোষণা করলেন মমতা। যা মূলত এ রাজ্যের ডাক্তার, নার্সদের উদ্দেশ্যে। পাশাপাশি কোয়াক ডাক্তারদের জন্যও সুখবর শুনিয়েছেন তিনি।


বৈঠকের পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘১৬ সেপ্টেম্বর বিকেলে কলকাতার ৫ মেডিক্যাল সুপারদের সঙ্গে বৈঠক। চিকিৎসক, নার্সদের জন্য বিনা পয়সায় জমি দেওয়ার ভাবনা রাজ্যের। ১০ একর জমিতে কোয়ার্টার তৈরি করতে পারবেন চিকিৎসক-নার্সরা। প্র্যাকটিসনার নার্স হিসেবে অভিজ্ঞ নার্সদের পদোন্নতি। রাজ্যে চিকিৎসকের অভাব আছে। কোয়াক ডাক্তাররা প্রাইমারি হেল্থ সেন্টারে কাজ করবেন।’ 

আরও পড়ুন: তালিবান ইস্যুতেও অন্যান্য দেশের মতই ধীরে চলো নীতি নিচ্ছে ভারত, সর্বদল বৈঠকে জানালেন বিদেশমন্ত্রী


মমতা এ দিন বলেন, “ডাক্তার-নার্সদের বাড়ি তৈরির জন্য জমি দেওয়ার ব্যাপারটা কেউ চিন্তা করেনি। হিডকোর চেয়ারম্যান ববিকে আমি বলেছি, আমায় ১০ একর জমি খুঁজে বের করে দিতে। যেখানে ডাক্তার এবং নার্সরা নিজেরা চাইলে তাঁদের বাড়ি বানিয়ে নিতে পারবেন। আমি জমিটা বিনা পয়সায় দেব। আর হাউসিংটা তারা নিজেরা তৈরি করে নেবে।”


কোয়াক ডাক্তারদেরও এখন থেকে গ্রামাঞ্চলে ব্যবহারের জন্য গাইডলাইন তৈরি করা হচ্ছে বলে জানান মমতা। চলতি কথায় হাতুড়ে চিকিৎসকদের অবশ্য ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তবে যেখানে চিকিৎসকের অভাব রয়েছে, সেখানে নির্দিষ্ট গাইডলাইন মেনে তাদের কাজে লাগানোর বিষয়ে রাজ্য পদক্ষেপ করছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘হিডকোকে বলেছি ১০ একর জমি খুঁজে বের করে দিতে। জমি বিনা পয়সায় দেওয়া হবে ডাক্তার ও নার্সদের। ওরা চাইলে হাউজিং তৈরি করে নেবে।’ 

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক