ভাবনগর, গুজরাত: ইমার্জেন্সিতে চটি পরে ঢুকেছিলেন এক রোগীর পরিবারের সদস্যরা। একজন ডাক্তার তাঁদের সেই চটি রুমের বাইরে খুলে আসত বলেন। এ কথা বলায় ডাক্তারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। গুজরাতের একটি হাসপাতালের ঘটনা।
শনিবার ভাবনগরের সিহোরের একটি বেসরকারি হাসপাতালে ঘটনাটি ঘটে। যখন অভিযুক্ত ব্যক্তি মাথায় আঘাতপ্রাপ্ত এক মহিলার চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। হামলায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
জরুরি কক্ষের ভিতরে থাকা সিসিটিভিতে রেকর্ড করা একটি ভিডিওতে কয়েক জন যুবককে বেড শুয়ে থাকা এক মহিলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কয়েক সেকেন্ড পরে, ডাক্তার – জয়দীপসিংহ গোহিল – রুমে প্রবেশ করেন এবং তাঁদের জুতো সরাতে বলেন।
অভিযুক্ত ব্যক্তিদের হতে আক্রান্ত হওয়ার আগে তাঁদের সঙ্গে উত্তপ্ত বিনিময়ে জড়িয়ে পড়েন ওই চিকিৎসক। বেড়ে শুয়ে থাকা মহিলা এবং রুমের ভিতরে উপস্থিত নার্সিং স্টাফরা হস্তক্ষেপ করার চেষ্টা করলেও তাঁরা চিকিৎসককে মারধর করতে থাকেন।সংঘর্ষে রুমের ওষুধ ও অন্যান্য সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়।