সুপ্রিম কোর্ট বললেও কর্মবিরতি তুলছেন না বাংলার চিকিৎসকরা

কলকাতা: আরজি কর কাণ্ডের জেরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। বৃহস্পতিবার হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। তবে সুপ্রিম-বার্তার পরও কর্মবিরতি উঠছে না, জানিয়ে দিলেন বাংলার চিকিৎসকরা।

কর্মবিরতি এখনই তুলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। জুনিয়র ডক্টর্স ফ্রন্ট বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, কর্মবিরতি চলবে। রাজ্যের সব সরকারি হাসপাতালেই কর্মবিরতি চলবে। তাঁদের দাবি, সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি এখন‌ও স্পষ্ট নয়। 

বৃহস্পতিবার রাতে জেনারেল বডি (জিবি) বৈঠকের পর আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে যুক্তদের সকলে গ্রেফতার না হওয়া পর্যন্ত সুবিচার হবে না। শুক্রবার সিবিআই দফতরে গিয়ে তদন্তের অগ্রগতির বিষয়ে জানার পর কর্মবিরতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা FAIMA। দেশের সব হাসপাতালের রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশন বা আরডিএ-ও সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে একই সিদ্ধান্ত নিয়েছে।

গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। তারপর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। যাঁর জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুবিচারের দাবিতে কর্মবিরতিতে রয়েছেন বহু জুনিয়র চিকিৎসক। এদিনের শুনানিতে আন্দোলনকারী চিকিৎসকদের প্রধান বিচারপতি আশ্বাস দেন, ‘কর্মবিরতি করার জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।’ পাশাপাশি রোগীদের কথা মাথায় রেখে সংশ্লিষ্টদের উদ্দেশে কাজে যোগ দেওয়ার বার্তা দেয় সর্বোচ্চ আদালত।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে