প্রথম পাতা খবর এক ধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম

এক ধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম

495 views
A+A-
Reset

নয়াদিল্লি: বাণিজ্যিক এবং ঘরোয়া, উভয় ধরনের রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG) দাম বুধবার (১ মার্চ) থেকে আরও বেড়ে গেল। ভরতুকিহীন ঘরোয়া সিলিন্ডার পিছু ৫০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে এ দিন। অন্য দিকে, বাণিজ্যিক সিলিন্ডার পিছু দাম বেড়েছে ৩৫০ টাকা।

নতুন দাম অনুযায়ী, দিল্লিতে এখন ১৪.২ কেজির ভরতুকিহীন সিলিন্ডারের দাম হল ১১০৩ টাকা, যা ছিল ১০৫৩ টাকা। কলকাতায় দাম হল ১১২৯ টাকা, যা ছিল ১০৭৯ টাকা। মুম্বইয়ে যেখানে ছিল ১০৫২.৫০ টাকা, সেটা হল ১১.২.৫০ টাকা। চেন্নাইতে ১০৬৮.৫০ টাকা থেকে হল ১১১৮.৫০ টাকা।

নতুন দর আজ থেকে কার্যকর। এর আগে গত ১ জানুয়ারি সিলিন্ডার প্রতি দাম বেড়েছিল ২৫ টাকা।

এ ছাড়াও, একটি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩৫০.৫০ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হবে ২১১৯.৫০ টাকা। কলকাতা, মুম্বই এবং চেন্নাইয়ে দাম যথাক্রমে ২২২১.৫০ টাকা, ২০৭১.৫০ টাকা এবং ২২৬৮ টাকা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.