ইরান-ইজরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে যুদ্ধবিরতির ঘোষণা করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার গভীর রাতে (ভারতীয় সময় রাত সাড়ে ৩টে) নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ’-এ পোস্ট করে তিনি এই ঘোষণা করেন।

ট্রাম্প জানান, ইরান ও ইজরায়েল— উভয় পক্ষ যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়েছে। প্রথমে ইরান ছ’ঘন্টার মধ্যে সংঘর্ষ বিরতি শুরু করবে। তার ১২ ঘণ্টা পর ইজরায়েলও একই পথে হাঁটবে। ২৪ ঘণ্টা পরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ বলে ঘোষণা করা হবে। এই সময়সীমার মধ্যে কোনও পক্ষ সংঘর্ষ না বাড়ালে, দুই দেশের মধ্যে ১২ দিনের যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে।

ট্রাম্প লেখেন, ‘‘দুই দেশের মধ্যেই এমন সাহস, বুদ্ধি ও ক্ষমতা রয়েছে যে তারা যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নিতে পেরেছে। এই যুদ্ধ আরও বহু বছর চলতে পারত, যা গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত। ঈশ্বরকে ধন্যবাদ, তা হয়নি এবং হবেও না।’’

উল্লেখযোগ্য ভাবে, এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, আকাশে আলোর রেখা দেখা যায় বলেও রিপোর্টে দাবি। ইরানের সেনাবাহিনী এই হামলার দায় স্বীকার করেছে।

যুদ্ধবিরতি সংক্রান্ত ট্রাম্পের দাবি উড়িয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, “আমেরিকার সঙ্গে এখনও পর্যন্ত আমাদের যুদ্ধবিরতি বিষয়ে কোনও চুক্তি হয়নি। তবে ইজরায়েল নতুন করে হামলা না করলে, আমরাও আর সংঘাতে জড়াব না।”

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে