‘…এখনই থামা উচিত’, ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্পের

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ চড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি কোনোভাবে সাহায্য করতে পারেন, তা হলে করবেন। তিনি চান দুই দেশের মধ্যে এই সংঘাত যেন “বন্ধ হয়”।

একটি প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “ওটা খুবই ভয়ঙ্কর। আমার অবস্থান হল—আমি দু’দেশের সঙ্গেই ভালোভাবে মিশে চলি। আমি দুজনকেই ভালো করে চিনি এবং আমি চাই তারা এই সমস্যার মীমাংসা করুক। তারা পাল্টাপাল্টি জবাব দিচ্ছে, কিন্তু এখনই থামা উচিত।”

তিনি আরও বলেন, “দু’দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক। আমি চাই এটা এখানেই থেমে যাক। আর আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, আমি থাকব।”

এর আগেও ট্রাম্প বলেছিলেন, তিনি আশা করেন এই শত্রুতা “খুব দ্রুত শেষ হবে”।

তিনি বলেন, “এটা সত্যিই দুঃখজনক। আমরা যখন ওভাল অফিসে ঢুকছিলাম, তখনই খবরটা পেলাম। মনে হচ্ছে আগেভাগেই কিছুটা আন্দাজ করা যাচ্ছিল যে কিছু একটা ঘটতে চলেছে। ওরা বহু বছর ধরে, আসলে শতাব্দীর পর শতাব্দী ধরে লড়ছে।”

যখন তাঁকে জিজ্ঞেস করা হয় তিনি এই দুই দেশের উদ্দেশে কোনো বার্তা দিতে চান কি না, তখন ট্রাম্প বলেন, “না, আমি শুধু চাই এটা খুব দ্রুত শেষ হোক।”

উল্লেখ্য, ভারত ৬ মে বুধবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়, যা ছিল ২২ এপ্রিল পাহলগামে ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর প্রতিক্রিয়া।

অন্যদিকে, পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী জানান, এই হামলায় পাকিস্তানের পঞ্জাব প্রদেশ ও পাক-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন শহরে ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন। পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা বরাবর ব্যাপক গুলিবিনিময় হয়েছে।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা