Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
একুশে জুলাইয়ের সমাবেশের জন্য তোলা যাবে না চাঁদা, কড়া বার্তা অভিষেকের - NewsOnly24

একুশে জুলাইয়ের সমাবেশের জন্য তোলা যাবে না চাঁদা, কড়া বার্তা অভিষেকের

একুশে জুলাইয়ের সমাবেশের জন্য তোলা যাবে না চাঁদা। কেউ নির্দেশ অমান্য করলে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত। ২১ জুলাই নিয়ে প্রস্তুতি বৈঠকে শুক্রবার এমনই হুঁশিয়ারি দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দু’বছর পর করোনার প্রকোপ কমে যাওয়ায় এবার ২১ জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচি সফল করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল। প্রতিবছরই বিভিন্ন জেলায় এই কর্মসূচির জন্য তৃণমূলের একাংশ জোরজুলুম করে টাকা তোলে বলে অভিযোগ।অভিষেকও দলের অন্দরে বিশৃঙ্খলা বন্ধ করতে বদ্ধপরিকর। দলীয় সূত্রের খবর, ব্যক্তিগত স্তরেও তাঁর কাছে এই ধরনের অভিযোগ এসেছে। তার জেরেই এদিন ওই প্রস্তুতি বৈঠকে অভিষেক দলের নেতা কর্মীদের চাঁদা না তোলার ব্যাপারে কড়া বার্তা দিলেন।

তিনি সাফ বলেন, “একুশে জুলাইয়ের সমাবেশের জন্য ১০ পয়সাও চাঁদা নেওয়া যাবে না। যদি কেউ দলের নির্দেশ অমান্য করে চাঁদা আদায় করে, তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। চাঁদা তুলতে গিয়ে ধরা পড়লে বা কোনও অভিযোগ এলে, সরাসরি দল থেকে বহিষ্কার করা হবে’। ২০২৪-কে সামনে রেখে এবার বিশেষ নজর উত্তরবঙ্গে। পার্থ চট্টোপাধ্যায় জানান, এবার একুশে জুলাইয়ের সমাবেশে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের বাসিন্দারা যাতে বেশি করে অংশ নিতে পারেন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আগামিকাল শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হবে প্রচার। সূ্ত্রের খবর তেমনই।

আরও পড়ুন :

ফের শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল

‘অগ্নিপথ’ প্রকল্প ঘিরে বিক্ষোভের আগুন দেশ জুড়ে, দাউদাউ করে জ্বলছে ট্রেন

‘অগ্নিপথ’ নিয়োগ নিয়ে ক্ষোভের আঁচ বাংলাতেও, একাধিক স্টেশনে বিক্ষোভ, ব্যাহত ট্রেন পরিষেবা

একদিন হেলিপ্যাড সার্ভিসও করে দেব আমরা, লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর উদ্বোধনে দক্ষিণেশ্বরে মুখ্যমন্ত্রী

Related posts

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন

সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা–দক্ষিণবঙ্গ; কেন্দ্র বাংলাদেশের নরসিংদী, তীব্রতা ৫.৫

কয়লা ব্যবসায়ীদের বাড়ি–অফিসে ইডির তল্লাশি, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সহ ২ রাজ্যে অভিযান