নয়াদিল্লি : প্রশান্ত কিশোর টুইট করে বলেছেন, ভারতের আসল লড়াই হবে ২০২৪-এ, কোনও রাজ্যে নয়। সাহেব সেটা জানেন। রাজ্যের এই ফল দিয়ে বিরোধীদের ওপর মনস্তাত্বিক চাপ তৈরির চেষ্টা করছেন। তিনি মানা করেছেন এই মিথ্যা ব্যাখ্যার শরিক হতে।
উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, মণিপুর ও গোয়ায় বিজেপির ভাল ফল দেখিয়ে মোদী ২০২৪-এর প্রসঙ্গ টেনে বলেছিলেন, ২০২২-এর উত্তর প্রদেশের ফলাফল ঠিক করে দিল, ২০২৪-এ ক্ষনতায় আসবে বিজেপি। এরপরই প্রশান্ত কিশোর করেন এই টুইট। পিকে সম্ভবত ‘সাহেব’ বলতে মোদীকেই উদ্দেশ্য করে বলেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।
Battle for India will be fought and decided in 2024 & not in any state #elections
Saheb knows this! Hence this clever attempt to create frenzy around state results to establish a decisive psychological advantage over opposition.