প্রথম পাতা খবর আপ-কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, উন্নয়নের লক্ষ্যে পাশে থাকার বার্তা

আপ-কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, উন্নয়নের লক্ষ্যে পাশে থাকার বার্তা

64 views
A+A-
Reset

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে একমাত্র পাঞ্জাব থমকে দিয়েছে বিজেপির বিজয় রথ। বাকি চার রাজ্যেই বিপুল জয় পেয়েছে বিজেপি। শুধুমাত্র পঞ্জাবের জনতাই তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এর পিছনে একাধিক কারণ উঠে আসছে। তবে, সবথেকে বড় কারণ অবশ্যই সাম্প্রতিক কৃষক আন্দোলন। বিজেপি নেতারাও স্বীকার করছেন এই তত্ত্ব।

পাঞ্জাবে আপ বিপুল জনমত নিয়ে জয়ী হওয়ার পর টুইটারে আপ-কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্জাব বিধানসভায় প্রথমবার সরকার গঠনের সুযোগ পাওয়ায় অরবিন্দ কেজরিওয়ালের দলকে শুভেচ্ছা জানান দেশের প্রধানমন্ত্রী।

টুইটারে প্রধাণমন্ত্রী লেখেন, ” পাঞ্জাব নির্বাচন জয়ের জন্য আম আদমি পার্টিকে অভিনন্দন। পাঞ্জাবের উন্নয়নের জন্য যা কিছু দরকার, কেন্দ্রের তরফে তা করা হবে। আমি সবরকম সহযোগিতার অঙ্গীকার করছি।”

এই বিশাল সাফল্যের পর আপ নেতাদের দাবি, বর্তমানে সব রাজনৈতিক দলই শুধু অন্য দলকে হারিয়ে ক্ষমতা দখলের কথা বলে। মানুষের যেটা ন্যূনতম প্রয়োজন, তা নিয়ে কারও মাথাব্যথা নেই। কেউ শিক্ষার কথা, অন্নের কথা, স্বাস্থ্যের কথা বলে না। আর এখানেই আপ অন্যদের থেকে আলাদা। এগুলিই কেবলমাত্র আমাদের ইস্যু। তাই আগামী দিনেও আমরাই সেরা বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করব।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.