সিঁদুর নিয়ে খেলবেন না—অমিত শাহকে একহাত তৃণমূলের তিন নেত্রীর

রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দিল তৃণমূল। দলের তিন নেত্রী—সাংসদ সাগরিকা ঘোষ, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একসঙ্গে শাহ ও রাজ্য বিজেপি সভাপতিকে নিশানা করেন। তাঁদের পদত্যাগেরও দাবি তোলেন তাঁরা।

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, শাহ বলছেন “সন্ত্রাস ছাড়া ভোট করে দেখান”—তবে নির্বাচন পরিচালনা করে তো কেন্দ্রীয় কমিশন। দায় কার? অপারেশন সিঁদুর নিয়ে কটাক্ষ করে শাহ বাংলার মেয়েদের পবিত্র সিঁদুর নিয়ে ‘বাজারি’ রাজনীতি করছেন বলে অভিযোগ তোলেন তিনি।

কাকলি ঘোষ দস্তিদার বলেন, শাহ সরকারি অনুমতিতে সভা করে কুৎসা করছেন। শিক্ষামন্ত্রীদের অপদার্থতার কারণে ছাত্ররা আত্মহত্যা করছে, সেই দিকে নজর নেই। মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করে নারী-অপমান করেছেন বলেও দাবি তাঁর।

সাগরিকা ঘোষ বলেন, শাহ গুজরাটের একজন বিজেপি কর্মীর মতো আচরণ করছেন। তাঁর কথাবার্তা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদার সঙ্গে যায় না। ২০০২ সালের গুজরাট দাঙ্গা এবং পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে শাহের পদত্যাগ দাবি করেন তিনি।

তৃণমূল নেত্রীদের সাফ বার্তা—বাংলার মহিলারা রাস্তায় নামবেন এই অপমানের জবাব দিতে।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের