“রাজনীতি করবেন না”: আরজি কর মামলায় কেন্দ্র-রাজ্যকে অনুরোধ প্রধান বিচারপতির

মুখে শান্তিপূর্ণ বললেও বিজেপির মিছিলে ভাঙচুর ও অশান্তি। ছবি: রাজীব বসু

নয়াদিল্লি: আজ কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীদের আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রাজনীতি না করার জন্য অনুরোধ করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

প্রধান বিচারপতি জোরের সঙ্গে বলেন, তদন্ত এবং আইন নিজের গতিপথেই এগোবে। ফলে এটা নিয়ে রাজনীতি না করার জন্য অনুরোধ করেন তিনি।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির সময় ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় প্রধান বিচারপতি এই পর্যবেক্ষণ করেন।

সিব্বল আদালতকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছিলেন যাতে উসকানিমূলক বিবৃতি দেওয়া না হয়। এর জবাবে মেহতা বলেন, “কেউ কোনো বিবৃতি দেবেন না। আমাদের কাছে পশ্চিমবঙ্গ রাজ্যের একজন বর্তমান মন্ত্রীর বক্তব্য আছে। এটা খুবই গুরুতর বিষয়। (মন্ত্রী বলেন) যে কেউ নেতার বিরুদ্ধে কিছু বললে আঙুল উঠবে। কেটে ফেলা হবে।”

জবাবে সিব্বল বলেন, “তাহলে আমি বিরোধী দলের নেতার বক্তব্য পড়ব। তিনি যা বলেছেন, ‘গুলি ছোড়া হবে’।’ শুভেন্দু (অধিকারী) বলেছেন।”

এরপর প্রধান বিচারপতি বলেন, “দয়া করে এটাকে নিয়ে রাজনীতি করবেন না, আইন তার গতিপথ নেবে। আমরা নিশ্চিত করছি যে দ্রুত ও দক্ষ তদন্তের পর আইন তার গতিপথ গ্রহণ করে।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন