দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, শুভেচ্ছা জানালেন মমতা

নয়াদিল্লি: দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হচ্ছেন ওড়িশার ময়ুরভঞ্জের মেয়ে দ্রৌপদী মুর্মু। ৬৪ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হলেন।

রাষ্ট্রপতি হিসাবে জয়ের জন্য প্রয়োজনীয় ভোটমূল্য ছিল ৫,৪০,৯৯৬। দ্রৌপদী তৃতীয় রাউন্ড গণনার পরেই পেয়ে যান ৫,৭৭,৭৭৭ মূল্যের ভোট। তখনও বাকি আটটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা। অন্য দিকে সেই সময় বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিন্‌হার প্রাপ্তি ছিল ২,৬১,০৬২ মূল্যের ভোট। সব রাউন্ডের গণনার শেষে দ্রৌপদী ৬,৭৩,৮০৩ মূল্যের ভোট। যশবন্ত পেয়েছেন ৩,৮০,১৭৭ মূল্যের ভোট। রিটার্নিং অফিসার পিসি মোদী জানান, দ্রৌপদী পেয়েছেন ৬৪ শতাংশ ভোট। অন্য দিকে, যশবন্ত পেয়েছেন ৩৪ শতাংশ ভোট।

শুভেচ্ছা মমতার

ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানালেন বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের টুইটে দ্রৌপদীকে অভিনন্দন জানিয়ে মমতা লিখেছেন, ‘রাষ্ট্রের প্রধান হিসেবে সংবিধানের মূল চরিত্র এবং গণতন্ত্র রক্ষায় আপনার ভূমিকার দিকে দেশবাসী অধীর আগ্রহে তাকিয়ে থাকবে। বিশেষত, এ রকম একটা সময়ে, যখন সমাজ নানা মতভেদে জর্জরিত।’ মমতার টুইটের প্রতিক্রিয়ায় ধন্যবাদ জানান সদ্য নির্বাচিত হওয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

আরও পড়ুন: মানুষের সার্টিফিকেট পেলে তবেই পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিট পাবেন:  অভিষেক

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক