কলকাতা: উৎসবের মরশুম শেষ হলেই বসতে চলেছে ‘দুয়ারে সরকার’ শিবির। বুধবার এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপুজো মিটলেই ‘দুয়ারে সরকার’ শিবির বসবে রাজ্যজুড়ে। তাতে আরও বেশি করে মানুষ সামাজিক প্রকল্পে নিজেদের নথিভুক্ত করতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, দুর্গাপুজোর পরে দুয়ারে সরকার ক্যাম্প হবে। সেই কথা মতোই বুধবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।
নির্দেশিকায় বলা হয়েছে, ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার। ৩০ নভেম্বর পর্যন্ত ক্যাম্প হবে। এবার ২৫টি বিষয়ে পরিষেবা মিলবে। প্রতিটি কর্মসূচির সুবিধা দেওয়া হবে এই ‘দুয়ারে সরকার’-এর মাধ্যমে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী—সমস্ত প্রকল্পে নিজেদের অন্তর্ভূক্ত করতে পারবেন।
খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ, কৃষি জমির মিউটেশন, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি (এগ্রিকালচার), কেসিসি (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড–সহ আরও কয়েকটি প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে।
আরও পড়তে পারেন: পুজোর ক’দিন হাওড়া, শিয়ালদহ থেকে স্পেশাল লোকাল ট্রেন, কোন ট্রেন কখন মিলবে?