আজ থেকে শুরু ‘দুয়ারে সরকার’ শিবির, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত

আজ থেকে রাজ্য জুড়ে শুরু হলো ‘দুয়ারে সরকার’ শিবির, যা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করা, তথ্য সংশোধন, কিংবা অন্যান্য সরকারি পরিষেবা পাওয়ার জন্য এই শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবান্ন সূত্রে জানা গেছে, সাধারণত রবিবার ও সরকারি ছুটির দিনে শিবির বন্ধ থাকবে। তবে প্রয়োজন বুঝে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী কিছু এলাকায় ছুটির দিনেও শিবিরের আয়োজন করা হতে পারে।

২০২০ সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার প্রথম ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করেছিল। এবার নবম বার এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবাকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে আসা হয়েছে, যাতে এক ছাদের নিচে সব সরকারি সুবিধা সহজেই পাওয়া যায়।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে