করোনার জের, বাতিল হল আইসিএসই-র দশম শ্রেণির পরীক্ষা

ডেস্ক : করোনার দ্বিতীয় ঝড়ে বন্ধ হয়ে গেল আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা। এর আগে বোর্ড জানিয়েছিল দশ শ্রেণির পরীক্ষা ঐচ্ছিক হবে। কিন্তু শেষ পর্যন্ত ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে তা বাতিল করার সিদ্ধান্ত নিল বোর্ড।

কিছুদিন আগে সিবিএসই বোর্ড দশম শ্রেণির পরীক্ষা বাতিল করে দিয়েছিল। আইসিএসই বোর্ড দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করে। শেষ পর্যন্ত তা বাতিলের ঘোষণা করল বোর্ড।

বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পড়ুয়া এবং শিক্ষকদের সুরক্ষা তাদের কাছে সব থেকে বেশি অগ্রাধিকারের। পড়ুয়াদের মূল্যায়ণের মানদণ্ড কী হবে তা নিয়ে স্পষ্ট করে কোন বার্তা দেওয়া হয়নি বোর্ডের তরফে। তবে পড়ুয়াদের যত দ্রুত সম্ভব ক্লাস ১১-এর সিলেবাস পড়ানো শুরু করে দিতে বলা হয়েছে।

খুব শীঘ্রই ক্লাস ইলেভেনের অনলাইন পরীক্ষা হবে বলে জানানো হয়েছে।

কয়েকদিন আগেই কেন্দ্র জানিয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। চলতি মাসের ২৭, ২৮ এবং ৩০ তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল।

আরও পড়ুন : এবার ১৮ বছর বয়স হলেই মিলবে করোনার ভ্যাকসিন

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক