করোনার জেরে এবার কমছে প্রথম থেকে নবম শ্রেণির সিলেবাসও

ডেস্ক: করোনার জেরে মাধ্যমিক, একাদশ ও উচ্চমাধ্যমিকের পর এবার কমছে প্রথম থেকে নবম শ্রেণির সিলেবাসও। রাজ্য পাঠ্যক্রম কমিটির তরফে জানানো হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের সুপারিশ মতো ৩০-৩৫ শতাংশ পাঠ্যক্রম কমানো হয়েছে। ইতিমধ্যে পর্ষদের কাছে পাঠানো হয়েছে সংক্ষিপ্ত পাঠ্যক্রম। পর্ষদ সবুজ সংকেত দিলে এবার প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সেই নয়া পাঠ্যক্রমেই ক্লাস হবে।


অতিমারী পরিস্থিতিতে প্রথমে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের (Higher Secondary) পাঠ্যক্রমে কাটছাঁট করা হয়েছিল। বাদ দেওয়া হয়েছিল পাঠ্যক্রমের ৩০-৩৫ শতাংশ। পরবর্তীকালে ২০২১-এর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম থেকেও ৩০-৩৫ শতাংশ কমিয়ে দেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBHSC)। সংক্ষিপ্ত পাঠ্যক্রমের ভিত্তিতে প্রশ্নপত্রের ধরনেও বদল করা হয়েছিল।

আরও পড়ুন : সাতসকালে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্যে করে বোমাবাজি


সেপ্টেম্বরে পাঠ্যক্রম কমিয়ে আদৌও কোনও লাভ হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কোভিড আবহে ২০২০ সালের মার্চ থেকে বন্ধ স্কুল। সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, পরিস্থিতি ঠিক থাকলে পুজোর পর স্কুল খুলবে। তবে, সেই সময় কোভিড পরিস্থিতি কী হবে তা সকলেরই অজানা। তাই পড়ুয়াদের স্বার্থে চলতি বছর সংক্ষিপ্ত পাঠ্যক্রমেই পঠন-পাঠন চালানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন