প্রথম পাতা খবর অতি ভারী বৃষ্টির ফলে মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি

অতি ভারী বৃষ্টির ফলে মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি

320 views
A+A-
Reset

পশ্চিম বর্ধমান: টানা অতি ভারী বৃষ্টির কারণে পশ্চিম বর্ধমানের বরাকর ও দামোদর নদী সংলগ্ন এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) সোমবার মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দুপুরে ডিভিসির তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাইথন থেকে ১০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে।

এর আগে, রবিবার মাইথন থেকে ৬ হাজার এবং পাঞ্চেত থেকে ২০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। তবে গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির কারণে জলাধারের জলস্তর বেড়ে যাওয়ায় দুই জলাধার থেকে মোট ১৯ হাজার কিউসেক বেশি জল ছাড়া হয়েছে। ডিভিসি জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে জল ছাড়ার পরিমাণ পরবর্তী সময়ে পুনরায় নির্ধারণ করা হবে।

এদিকে, দূর্গাপুর ব্যারেজ থেকেও সোমবার দুপুরে ৮৪ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। সাধারণত, মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানোর সঙ্গে সঙ্গেই দূর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া বাড়ানো হয়।

প্রসঙ্গত, শুক্রবার রাত থেকে আসানসোল ও সংলগ্ন শিল্পাঞ্চলে নিম্নচাপের প্রভাবে তুমুল বৃষ্টি শুরু হয়েছিল। অবিরাম বৃষ্টির ফলে শহর এবং আশপাশের এলাকায় জলমগ্ন অবস্থা তৈরি হয়। সোমবার বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি এবং জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়া নিয়ে এলাকার মানুষজনের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.