কলকাতা: রাজ্যের জুনিয়র ডাক্তারদের সঙ্গে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে শুরু হয়েছে মিনিট্স লেখার কাজ। সোমবার, সরকার পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের ইমেল করে এই বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। বিকেল ৬টা ৪০ মিনিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক শুরু হয়, যেখানে উপস্থিত ছিলেন দুইজন স্টেনোগ্রাফারও।
বৈঠকের প্রায় দেড় ঘণ্টা পর আন্দোলনকারীরা তাঁদের পাঁচ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। তবে বৈঠক শেষে এখনও নিশ্চিত নয় যে, সংকট মিটেছে কিনা। দুই পক্ষের মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে এবং তা কতটা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।
বৈঠক শেষ হওয়ার পরও, জুনিয়র ডাক্তারদের দাবি এবং সরকারের অবস্থান নিয়ে আলোচনা চলছে। মিনিট্স তৈরির কাজ চলছে, যা থেকে নিশ্চিতভাবে জানা যাবে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন সবাই অপেক্ষায়, এই বৈঠকের ফলাফল কতটা ইতিবাচক হবে এবং স্বাস্থ্যখাতে চলমান সমস্যাগুলির সমাধান আদতে হয় কি না!