বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি, ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: আজ, সোমবার সকালে থেকেই কলকাতার আকাশের মুখ ভার। থেকে থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায়। বজ্রবিদ্যুৎ সহ দু’এক পশলা আবহাওয়াবিদদের মতে, এই নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে।

বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, যা আগামী কয়েক ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। এর প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কমবেশি বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ থাকবে মেঘলা। বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩-২৮ ডিগ্রির মধ্যে।

সোমবার থেকে বৃহষ্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন