বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, বাড়ল পারদ, বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

ডেস্ক: বাড়ল তাপমাত্রার পারদ।বঙ্গোপসাগর এবং আন্দামানের ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যেটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা। যদিও এই নিম্নচাপের কারনেই আগামী ৪৮ ঘন্টায় উপকূলবর্তী এলাকা সহ রাজ্যের একাধিক জায়গাতে বৃষ্টি হবে পূর্বাভাস। 


শনি ও রবিবার উপকূলের জেলা দুই ২৪ পরগণা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলিতে মেঘলা আকাশ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উপকূলের তিন জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। সোমবারে হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতেও৷


একই সঙ্গে উত্তরবঙ্গেও শীতের আমেজ কমবে। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দার্জিলিংয়ের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। রাতে ও সকালের দিকে রীতিমতো ঠান্ডা লাগছে। হালকা কাঁথা গায়ে চাপিয়ে শুতে হচ্ছে। এরকম পরিস্থিতিটা আজ থেকে আগামী কয়েকদিনের জন্য থাকছে না। তারপর ফের ধীরে ধীরে কমতে শুরু করবে তাপমাত্রা। নিম্নচাপ কাটলে শীতের রাস্তা চওড়া হবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক