কলকাতা: যাত্রী বিক্ষোভে ব্যাহত ট্রেন চলাচল। বুধবার সকাল থেকেই ডায়মন্ড হারবার স্টেশনে বিক্ষোভ রেলযাত্রীদের। যার জেরে ব্যাহত ডায়মন্ড হারবার-শিয়ালদহ শাখার ট্রেন চলাচল।
জানা গিয়েছে, অনিয়মিত ট্রেন চলাচলের জন্য প্রতিবাদে এ দিনের বিক্ষোভ। কদিন আগেও এই অভিযোগে বিক্ষোভ দেখানো হয় ডায়মন্ড হারবার স্টেশনে। অভিযোগ, প্রতিদিনই দেরিতে চলে আপ শিয়ালদহ লোকাল। এক-দু’দিন নয়, গত দু’-তিন মাস ধরে এই সমস্যায় ভুগছেন যাত্রীরা। তবে, বিক্ষোভের জেরে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
ঘটনায় প্রকাশ, রেললাইনে বসে অবরোধে নেমেছেন বিক্ষোভকারীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রেলট্র্যাকে ইটের স্ল্যাব ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রায় তিনঘণ্টা ধরে এভাবে অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন ট্রেনগুলি হোটর পর্যন্ত চলছে। ডায়মন্ড হারবার পর্যন্ত পৌঁছতে পারছেন না যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মগরাহাট-সহ একাধিক স্টেশনেও যাত্রী বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারীদের দাবি, যত ক্ষণ পর্যন্ত না রেল আধিকারিকেরা এসে সময় মতো ট্রেন চালানোর আশ্বাস দিচ্ছেন, তত ক্ষণ অবরোধ চলবে। অন্য দিকে, অবরোধ তুলে নেওয়ার জন্য রেলপুলিশের তরফে অনুরোধ করা হচ্ছে।