দুর্গাপুজো শেষ হলেও তার রেশ যেন থেমে থাকেনি। উমার বিদায়কে বিষণ্ণতায় ভরিয়ে না তুলে উৎসবের আবহে রাখতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এ বছরও জেলায় জেলায় আয়োজন হলো বিসর্জন কার্নিভালের। শনিবার, ৪ অক্টোবর রাজ্যের বিভিন্ন প্রান্তে সেজে উঠল এই বিশেষ শোভাযাত্রা।
শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বালুরঘাট থেকে শুরু করে হুগলি, ডায়মন্ড হারবার— সর্বত্র সুসজ্জিত ট্রাক ও ট্যাবলোতে ভাসমান প্রতিমার মিছিল মুগ্ধ করেছে জনতাকে। জেলার সেরা পুজোগুলির প্রতিমা এই কার্নিভালে অংশ নেয়। মুখ্যমন্ত্রী এদিন সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডলে শোভাযাত্রার ছবি পোস্ট করে লিখেছেন, “জেলার পথে পথে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা উৎসবের শেষ মুহূর্তকে করেছে আরও জাঁকজমকপূর্ণ ও আবেগঘন।”
রবিবার, ৫ অক্টোবর কলকাতার রেড রোডে হবে মহা বিসর্জন কার্নিভাল। দেশি-বিদেশি অতিথির পাশাপাশি থাকবেন ইউনেস্কোর সদস্যরাও। ২০২১ সালে দুর্গাপুজো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকেই এই বিশেষ কার্নিভালের আয়োজন শুরু হয়। প্রথমে কলকাতার নামী পুজোগুলিকে কেন্দ্র করে শুরু হলেও, এখন তা ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।