ঢাকের বোলে উমা-বিদায়, বড়ো মণ্ডপে এখনও ভিড়

কলকাতা: এক দিকে ঢাকের বোলে উমা-বিদায়ের সুর। সেই মন খারাপের বিজয়া। অন্য দিকে, দর্শনার্থীদের ভিড়ে থিক থিক করছে কলকাতার বড়ো পুজোমণ্ডপগুলো।

বুধবার বেজে গিয়েছে বিসর্জনের বাজনা ৷ ছেলে-মেয়েদের নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি উমার। আনন্দে উচ্ছ্বাসের মাঝেই মিশেছে বিষণ্ণতার সুর৷ মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের পাশাপাশি সিঁদুর খেলা। মা-কে বিদায় জানানোর পালা। সিঁদুর খেলে, মিষ্টিমুখে প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ।

অন্য দিকে, এখনও চলছে ঠাকুর দেখা। করোনার থাবায় দু’বছর সে ভাবে পুজোর আনন্দে গা ভাসাতে পারেননি বঙ্গবাসী। এ বার সে সবের বালাই নেই। তাই প্যান্ডেল হপিংয়ে তেমন বাধা ছিল না। স্বাভাবিক ভাবেই উৎসবপ্রেমী মানুষ তাই মহালয়ার পর থেকেই বেরিয়ে পড়েছিলেন। দশমীর দিন বড়ো পুজোগুলোতে এখনও থিকথিকে ভিড়।

বিজয়া দশমীতেও মানুষের ঢল নেমেছে রাস্তায়। শুধু ঠাকুর দেখা নয়, পুজোর বিসর্জন দেখতেও বহু মানুষ রাস্তা ও গঙ্গার ঘাটগুলিতে জড়ো হয়েছেন। শহরে যানজট এড়াতে প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: রাজ্যবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে