কলকাতা: ষষ্ঠীতে পুজোর আনন্দে মাতোয়ারা কলকাতা। উত্তর থেকে দক্ষিণ, সন্ধে নামতেই মণ্ডপে মণ্ডপে জনস্রোত। একই ছবি জেলার বড়ো পুজো মণ্ডপগুলোকে কেন্দ্র করেও।
শনিবার ষষ্ঠী। দেবীর বোধন। বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে।
গত দু’বছর ধরে করোনা মহামারির কারণে একটা ভয়ভীতি লোকের মধ্যে কাজ করেছিল। যার ফলে বেশির ভাগ মানুষই ঘর থেকে বের হননি। আর ২০২১-এ সেই শত্রু অনেকটাই চেনা হয়ে গিয়েছিল। ঠাকুর দেখার জন্য ঘরের বাইরে পা রাখা মানুষের সংখ্যা নিঃসন্দেহে বেড়েছিল, তবে খুব বেশি নয়। আর এ বার একেবারেই সেই পুরোনো ছবি।
কোভিডের আগের বছরগুলোতে তৃতীয়ার দিন থেকেই যে লাগামছাড়া ভিড় দেখা যেত, এ বারও সে রকমটি দেখা যাচ্ছিল। পঞ্চমীর রাতেও তা একেবারে চূড়ান্ত রূপ নিয়েছিল। ষষ্ঠীতে তা তুঙ্গে। টালা থেকে টালিগঞ্জ, সর্বত্র এক ছবি। মানুষে মানুষে ছয়লাপ শহরের রাস্তা। ভালো বিক্রি হচ্ছে খাবারের স্টলগুলিতে।
উত্তর থেকে দক্ষিণ, কলকাতা শহরের পূজামণ্ডপ দেখতে হলে এবং প্রতিমা দর্শন করতে হলে কোনো রকম সুরক্ষাবিধি মানতে হচ্ছে না। মণ্ডপে প্রবেশ করা যাচ্ছে অবাধে। কোনো মণ্ডপেই স্বেচ্ছাসেবকদের মাস্ক আর স্যানিটাইজার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি। থার্মাল স্ক্রিনিং-এরও ব্যবস্থা কোথাও রাখা হয়নি। আর মাস্ক পরা দর্শনার্থী? হয়তো হাজারে একটার দেখা মিলেছে।