সপ্তমীতে রেকর্ড ভাঙতে পারে দর্শনার্থীদের ভিড়!

কলকাতা: সপ্তমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চোখে পড়ার মতো ভিড়। রাতে ভিড় হবে, এই ভেবে সকালেই অনেকে প্যান্ডেল হপিং সেরে নিয়েছেন। তবে সন্ধ্যে গড়ানোর পর দর্শনার্থীদের ভিড় অন্য বছরের সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলেই ধরে নেওয়া যেতে পারে।

মহালয়া থেকেই বহু পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে কলকাতায়। সেই সব পুজোর প্রতিমা এবং মণ্ডপ দেখার ভিড় জমতে শুরু করেছে প্রতিপদ থেকে। শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপ ঘিরে ভিড় তো রয়েছেই। এর পাশাপাশি দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন, বালিগঞ্জ কালচারাল, সিংহী পার্ক, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, নাকতলা সার্বজনীনের মতো জনপ্রিয় পুজোগুলিকে ঘিরে যে সমস্ত রাস্তাঘাট, সেই সব রাস্তাও ভিড়ে ঠাসা। উত্তর কলকাতার কাশীবোস লেন, সন্তোষ মিত্র স্কোয়ার, হাতিবাগান, নবীন পল্লী, কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, চালতাবাগানের ভিড়ও চোখে পড়ার মতো।

গত কয়েক বছরের করোনা আতঙ্ক এবার আর নেই। এবার তাই পুজো দেখার উন্মাদনাটা বেশ চোখে পড়ার মত। ষষ্ঠীতে মাঝরাতেও নিউটাউন সর্বজনীনের পুজোয় লম্বা লাইনে জনতার ঢল। রাত দুটোয় গড়িয়াহাটের মোড়ে তিল ধারনের জায়গা নেই। টালা থেকে টালিগঞ্জ, ধর্মতলা থেকে দমদম-যে দিকেই যাওয়া যাচ্ছে, শুধু ভিড় আর ভিড়।

রাতে ঠাকুর দেখার ভিড় আরও বাড়তে পারে, এমনটা ধরে নিয়েই তার মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফে বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ পুজোমণ্ডপ, সেই মণ্ডপগুলির নিকটবর্তী মোড় এবং রাস্তায়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন