অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই সাধারণত বাংলা থেকে বর্ষার বিদায় ঘটে। কিন্তু এবারের পরিস্থিতি অন্যরকম। কারণ, এবারে দুর্গাপুজো শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবারের পুজোয় বর্ষা থাকবে সক্রিয়। ফলে দর্শকদের ঠাকুর দেখতে যেতে হবে বৃষ্টির ভিজে ভিজে আবহাওয়ার মধ্যে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমী বায়ুর বিদায়লগ্ন শুরু হয় অক্টোবর মাসে। বাংলার ক্ষেত্রে সাধারণত দ্বিতীয় সপ্তাহ নাগাদ বর্ষা বিদায় নেয়। কিন্তু এবারে পুজোর আগেই বর্ষা বিদায় নিচ্ছে না। বরং পুজোর দিনগুলিতেই বৃষ্টির সম্ভাবনা প্রবল। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ফের বাংলার দিকে অবস্থান করছে। তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি নিম্নচাপ।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা ওড়িশা থেকে বাংলার দিকে সরে এসেছে। বর্তমানে সেটি গঙ্গানগর, পিলানি, রাঁচি হয়ে দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে সক্রিয় অবস্থায় রয়েছে।
ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছে। আগামী সপ্তাহজুড়েও বৃষ্টি চলবে বলে আগাম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পুজো শুরু থেকেই তাই মণ্ডপে ঠাকুর দেখতে গিয়ে দর্শকদের ছাতা-বর্ষাতি ছাড়া উপায় থাকবে না।