Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আগামী বছর অক্টোবরেই দুর্গাপুজো, দেখে নিন ২০২৬ সালের নির্ঘণ্ট - NewsOnly24

আগামী বছর অক্টোবরেই দুর্গাপুজো, দেখে নিন ২০২৬ সালের নির্ঘণ্ট

শারদোৎসব মানেই বাঙালির প্রাণের উৎসব। এ বছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে সমাপ্ত হয়েছে দুর্গাপুজো। দেবীবরণ, সিঁদুরখেলা ও বিসর্জনের মধ্য দিয়ে উমা পাড়ি দিয়েছেন পতিগৃহে। তাই মনখারাপ বাঙালির ঘরে ঘরে। কিন্তু উৎসবপ্রিয় বাঙালি ইতিমধ্যেই নজর ফেরাতে শুরু করেছে আগামী বছরের ক্যালেন্ডারের দিকে। প্রকাশিত হয়েছে ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট।

কখন মহালয়া?

২০২৬ সালে মহালয়া পড়ছে ১০ অক্টোবর, শনিবার। ওই দিন থেকেই দেবীপক্ষের সূচনা ও পিতৃপক্ষের অবসান হবে। একই সঙ্গে শুরু হবে দেশজুড়ে নবরাত্রি উৎসব। বাংলার ঘরে ঘরে সেই ভোরে বাজবে ‘মহিষাসুরমর্দ্দিনী’— যা বাঙালির শারদীয় আবেগের অবিচ্ছেদ্য অংশ।

দুর্গাপুজোর দিনক্ষণ

  • ষষ্ঠী – ১৭ অক্টোবর, শনিবার: দেবীর বোধন ও মণ্ডপ উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের সূচনা।
  • সপ্তমী – ১৮ অক্টোবর, রবিবার: ভোরে কলাবৌ স্নান ও নবপত্রিকা প্রবেশ।
  • অষ্টমী – ১৯ অক্টোবর, সোমবার: অঞ্জলি দিতে ভিড় জমাবেন লাখো ভক্ত। সন্ধ্যায় মহাসন্ধিপুজো।
  • নবমী – ২০ অক্টোবর, মঙ্গলবার: পুজোর মূল আচার-অনুষ্ঠান ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
  • বিজয়া দশমী – ২১ অক্টোবর, বুধবার: সিঁদুরখেলা, প্রণাম, মিষ্টিমুখ এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি।

লক্ষ্মীপুজো কবে?

এ বছর বিজয়া দশমীর (২ অক্টোবর) পরে ৬ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে। তবে আগামী বছর সেই দিন পড়ছে ২৫ অক্টোবর, রবিবার

অতএব, ২০২৬ সালের দুর্গাপুজো বাঙালির ক্যালেন্ডারে একটু দেরিতেই হাজির হবে—অক্টোবরের মাঝামাঝি থেকে। তবে দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই উৎসবপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে নতুন করে অপেক্ষার পালা। এক বছরের বিরতির পর ফের মা আসবেন ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে।

Related posts

দুবাই এয়ার শো-তে তেজস ভেঙে মৃত্যু ভারতীয় পাইলট নমনশ স্যায়ালের, শোকস্তব্ধ হিমাচল

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা