সাধনা দাস বসু: এ বছরের সেরা দুর্গাপুজোগুলোকে “নারায়ণী নমস্তুতে দুর্গাপুজো শ্রেষ্ঠত্ব পুরস্কার ২০২২” দিতে চলেছে Dream Nurturist’s Avenue – DNA. সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত বিচারকমণ্ডলী, পুরস্কারের জন্য পুজোগুলো নির্বাচন করবেন।
এই পুরস্কার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে যাবে। দেশের মধ্যে দিল্লি, কলকাতা, মুম্বই, অমদাবাদ, ভোপাল, চণ্ডীগড় ও রায়পুর এবং দেশের বাইরে বাংলাদেশ, কানাডা, অস্ট্রেলিয়া ও লন্ডনের দুর্গাপুজোগুলোর মধ্যে থেকে সেরা পুজো বেছে নেওয়া হবে।
এই উপলক্ষে বুধবার (২১ সেপ্টেম্বর) দিল্লি প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন মেমেন্টো ও ব্যানার প্রকাশ করা হয়। সেই সঙ্গে সেরা দুর্গাপুজো নির্বাচনকারী বিচারকদের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়াও বিচারকদের সেরা পুজো নির্বাচনের মানদণ্ড ও রূপরেখা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর ও চিত্রশিল্পী পদ্মশ্রী বিমানবিহারী দাস, অনুজ চক্রবর্তী, বাবুল বসাক, ইন্দ্রানী দত্ত, কৌশিক গুহরায় , মিঠু চট্টোপাধ্যায় প্রমুখ।
আরও পড়ুন: শারদ সেরা শিরোপা ২০২২: প্রকাশ্যে এল পোস্টার, ব্যানার