নবম বর্ষে দুর্গাপুজো কার্নিভাল! রেড রোডে আজ রঙের উৎসব, জেনে নিন যান নিয়ন্ত্রণের নির্দেশিকা

নবম বর্ষে পা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্গাপুজো কার্নিভাল। ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল এই ঐতিহাসিক উৎসব, যা আজ কলকাতার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আজ, রবিবার, ৫ অক্টোবর, কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে এই বছরের শোভাযাত্রা।

এ বছরই প্রথম বার অংশগ্রহণকারীর সংখ্যা ১০০-র গণ্ডি ছাড়িয়ে পৌঁছেছে ১১৩-তে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৮৯। ২০২২ ও ২০২৩ সালে প্রায় ১০০টি পুজো কমিটি অংশ নিয়েছিল রেড রোডের বর্ণাঢ্য কার্নিভালে।

প্রতি বছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্তের নির্বাচিত পুজো উদ্যোক্তারা নিজেদের ট্যাবলো ও নাচগানের মাধ্যমে দেবী দুর্গার বিদায়বেলায় উৎসবের আবহ তৈরি করবেন। দুপুর ২টা থেকে একে একে এগিয়ে যাবে তাঁদের সাজসজ্জিত শোভাযাত্রা, রেড রোড পেরিয়ে গঙ্গার ঘাটের দিকে।

পুরো অনুষ্ঠান সরাসরি পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। উপস্থিত থাকবেন বিশিষ্ট অভিনেতা, সংগীতশিল্পী, ক্রীড়াবিদ এবং প্রশাসনের প্রতিনিধিরা।

ট্রাফিক নিয়ন্ত্রণ ও নির্দেশিকা

লালবাজারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে বিশেষ যান নিয়ন্ত্রণের পরিকল্পনা।

  • রবিবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ।
  • দুপুর ২টা থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। কেবল কার্নিভাল-অংশগ্রহণকারী গাড়িগুলোকেই ছাড় দেওয়া হবে।
  • অন্য গাড়িগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যাসাগর সেতুর পথ ব্যবহার করতে।
  • দুপুর ২টা থেকে রেড রোড, লাভার্স লেন, কুইনসওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প এবং মেও রোডে যান চলাচল বন্ধ থাকবে।
  • শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত রেড রোডে কোনও যান চলাচল থাকবে না।
  • দুপুর ১২টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইনসওয়ে, মেও রোড, স্ট্র্যান্ড রোড, আর.এন. মুখার্জি রোড ও হেয়ার স্ট্রিটে গাড়ি পার্কিং নিষিদ্ধ।

পথচারীদের জন্য নির্দেশিকা

যাঁরা হেঁটে কার্নিভাল দেখতে যেতে চান, তাঁরা চৌরঙ্গি রোড, এজেসি বোস রোড, আর.আর. অ্যাভিনিউ, আউট্রাম রোড বা মেও রোডের পথ ধরতে পারবেন।
মেট্রো ব্যবহার করলে নামতে হবে এসপ্ল্যানেড বা পার্ক স্ট্রিট স্টেশনে, সেখান থেকে পুলিশ নির্দেশিত পথে পৌঁছাতে হবে রেড রোডে।

প্রতি বছরই রেড রোডের এই উৎসবে দেখা যায় গ্ল্যামার ও ঐতিহ্যের অপূর্ব সংমিশ্রণ। দেবী দুর্গার বিদায়ের মুহূর্তে উচ্ছ্বাস, রঙ, সঙ্গীত ও আলোয় ভরে ওঠে গোটা রাজপথ। এবারের কার্নিভালে কোন তারকা হাজির থাকবেন, কারা পারফর্ম করবেন — তা নিয়েই চূড়ান্ত উত্তেজনা দর্শকদের মধ্যে।

Related posts

‘শান্ত থাকুন, সংযত থাকুন, রাজনীতি ভুলে দুর্গতদের পাশে দাঁড়ান’, নাগরাকাটা হামলার পর বার্তা মুখ্যমন্ত্রীর

বিপর্যস্ত উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তেজনা! নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

‘ম্যান মেড বন্যা’র দায় ভুটান-ডিভিসির, দার্জিলিঙের মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর