পুজো কার্নিভালের রাতে বাড়তি মেট্রো পরিষেবা! ৫ অক্টোবর ব্লু ও গ্রিন লাইনে মিলবে বিশেষ ট্রেন

পুজো কার্নিভালের রাতে বাড়তি মেট্রো পরিষেবা!

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আবেশ এখনও কাটেনি। এবার পালা বিসর্জনের। আগামী রবিবার, ৫ অক্টোবর রেড রোডে জমকালো পুজো কার্নিভালের মাধ্যমে হবে এই বছরের উৎসবের পরিসমাপ্তি। কলকাতার নামীদামি পুজো উদ্যোক্তারা প্রতিমা নিয়ে অংশ নেবেন এই মহোৎসবে। দেশি-বিদেশি হাজার হাজার দর্শনার্থীর ভিড় সামলাতে এবার বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওইদিন ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) এবং গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ-হাওড়া ময়দান) রুটে স্বাভাবিক সময়ের পরও অতিরিক্ত মেট্রো চালানো হবে। শেষ নিয়মিত মেট্রোর পরও প্রতিটি রুটে ৩টি করে আপ ও ডাউন মেট্রো চলবে। প্রতি ২০ মিনিট অন্তর এই পরিষেবা পাওয়া যাবে।

বাড়তি মেট্রোর সময়সূচি

ব্লু লাইন

  • শহিদ ক্ষুদিরাম → দক্ষিণেশ্বর : রাত ১০.০৩, ১০.২৩, ১০.৪৩
  • দক্ষিণেশ্বর → শহিদ ক্ষুদিরাম : রাত ৯.৫৩, ১০.১৩, ১০.৩৩

গ্রিন লাইন

  • সল্টলেক সেক্টর ফাইভ → হাওড়া ময়দান : রাত ১০.২০, ১০.৪০, ১১.০০
  • হাওড়া ময়দান → সল্টলেক সেক্টর ফাইভ : রাত ১০.২০, ১০.৪০, ১১.০০

মেট্রোর এই বিশেষ পরিষেবায় স্বস্তি পেয়েছেন উৎসবপ্রেমীরা। রেড রোডের কার্নিভাল দেখে রাতে বাড়ি ফেরার জন্য আর অতিরিক্ত চিন্তা করতে হবে না।

Related posts

ধসের পর ফের ছন্দে দার্জিলিং! পর্যটকদের ভিড়, কিন্তু উড়ান ও গাড়ি ভাড়ায় চরম ক্ষোভ

‘শান্ত থাকুন, সংযত থাকুন, রাজনীতি ভুলে দুর্গতদের পাশে দাঁড়ান’, নাগরাকাটা হামলার পর বার্তা মুখ্যমন্ত্রীর

বিপর্যস্ত উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তেজনা! নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ