কলকাতা: পুজোর সময় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। ভারী বর্ষণে ভেসেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাও। শনিবার রেড রোডে দুর্গাপুজোর মেগা কার্নিভাল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ দিনও হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা।
হাওয়া অফিসের মতে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যর দরুণ রীতিমতো গুমোট আবহাওয়া তৈরি হয়েছে। এই পরিস্থিতির বিশেষ বদল হবে না। বজ্রবিদ্যুৎসহ দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কার্নিভ্যালের দিন শহর কলকাতায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। দুই দিনাজপুর, মালদহতেও বর্ষণের ভ্রুকুটি রয়েছে।
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ .১ ডিগ্রি সেলসিয়াস। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ।
আরও পড়ুন: পুজো কার্নিভালের দিন গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসছেন না চাকরিপ্রার্থীরা