প্রথম পাতা খবর দুর্গাপুজো এখন আন্তর্জাতিক উৎসব, রেড রোডে বর্ণাঢ্য কার্নিভাল শেষে বার্তা মমতার

দুর্গাপুজো এখন আন্তর্জাতিক উৎসব, রেড রোডে বর্ণাঢ্য কার্নিভাল শেষে বার্তা মমতার

231 views
A+A-
Reset

রেড রোডে বর্ণাঢ্য দুর্গা কার্নিভালে মুখ্যমন্ত্রী। ছবি: রাজীব বসু

কলকাতা: রেড রোডে এক অনন্য মহিমায় অনুষ্ঠিত হল বর্ণাঢ্য পুজো কার্নিভাল। মঙ্গলবারের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা এবং বিদেশি প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জমিদার বাড়ির আদলে নির্মিত মূল মঞ্চ এবং সেলিব্রিটিদের উপস্থিতি কার্নিভালকে করে তুলেছিল আরও মনোমুগ্ধকর।

প্রতি বছরের মতোই এই কার্নিভালে কলকাতার সেরা ৮৯টি পুজো কমিটি শোভাযাত্রার মাধ্যমে নিজেদের পুজোর থিম প্রদর্শন করেছে। পুজো কমিটিগুলি তাদের থিম ফুটিয়ে তুলতে গান, নাচ এবং সৃজনশীল পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছে। র‍্যাম্পের মাধ্যমে প্রতিটি পুজো কমিটির থিম এবং শোভাযাত্রা প্রদর্শনের জন্য বিশেষ ব্যবস্থা ছিল। বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর এবং বিশেষ অতিথিদের জন্য ছিল আলাদা বসার আয়োজন, যা কার্নিভালকে দিয়েছে আন্তর্জাতিক মাত্রা।

কার্নিভালের শেষে, একটি টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার দর্শককে ধন্যবাদ জানান। তিনি বলেন, “দুর্গাপুজো এখন কেবল বাংলার উৎসব নয়, এটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। এবছরও বহু বিদেশি প্রতিনিধি পুজো কার্নিভালে অংশ নিয়েছেন।”

কার্নিভালের আয়োজন এবং এর সফল বাস্তবায়নের জন্য প্রশাসনের ভূমিকা উল্লেখযোগ্য। আন্তর্জাতিক স্তরে দুর্গাপুজোকে তুলে ধরতে এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন অনেকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.