প্রথম পাতা খবর রোদ ঝলমলে মহাসপ্তমী কাটিয়ে আজ মহাঅষ্টমী, জানুন পুজোর নির্ঘণ্ট

রোদ ঝলমলে মহাসপ্তমী কাটিয়ে আজ মহাঅষ্টমী, জানুন পুজোর নির্ঘণ্ট

521 views
A+A-
Reset

কলকাতা: আজ, রবিবার (২২ অক্টোবর) অষ্টমী। আর দুর্গাপুজো উৎসবের আবহের অষ্টমী তিথি ঘিরে আগ্রহ-উদ্দীপনা থাকে তুঙ্গে। তবে শনিবার, ২১ অক্টোবরই রাত ৯. ৫৫ মিনিটে শুরু হয়েছে অষ্টমী তিথি। অষ্টমী তিথি শেষ হচ্ছে ২২ অক্টোবর (৪ কার্তিক) রবিবার রাত ৮ টায়। সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পুজো, মহাষ্টম্যাদি কল্পারম্ভ।

মহাষ্টমীর পুজো সকাল ৭.৫১ মিনিট থেকে শুরু চলবে  বেলা ১০.৪১ মিনিট পর্যন্ত। মহাষ্টমীর দুপুরের পুজো ১.৩০ মিনিট থেকে ২.৫৫ মিনিট পর্যন্ত। তবে সন্ধিপুজোর সময় নিয়ে রয়েছে দুটি মত। একটি মত বলছে, সন্ধিপুজোর সময় সন্ধ্যে ৭.৩৫ মিনিট থেকে রাত ৮.২২ মিনিট পর্যন্ত। আরও একটি মত বলছে, সন্ধিপুজো বিকেল ৪.৫৪ মিনিট থেকে শুরু শেষ হবে সন্ধ্যে ৫.৪২ মিনিটের মধ্যে। 

গতকাল মহাসপ্তমী শুরু হয়েছিল নবপত্রিকা স্নান দিয়ে। ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে ভিড়। যাঁদের পক্ষে গঙ্গায় যাওয়া সম্ভব হয়নি, তাঁরা স্থানীয় পুকুর-ঝিলে নবপত্রিকা স্নান সমাপন করেন। মণ্ডপে বা বাড়িতে ফিরে এসে নবপত্রিকা স্থাপন এবং যথাবিহিত আচার আচরণ সম্পন্ন করে পূজা শুরু হয়।

মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপে সারা দিনই দর্শনার্থীদের ভিড় ছিল। কিন্তু সন্ধের পর সেই ভিড় কানায় কানায়। তিলধারণের জায়গা নেই। এ ক্ষেত্রে নামী, অনামী কোনো পূজামণ্ডপই বাদ যাচ্ছে না। বিভিন্ন ধরনের আলোকমালায় সজ্জিত মহানগরীকে যেন সন্ধের পর স্বপ্নপুরী মনে হচ্ছে।

মহানগরের যে সব অঞ্চলে নামকরা পূজামণ্ডপ বেশি, সে সব জায়গায় সকাল থেকেই যান নিয়ন্ত্রণে পুলিশ তৎপর ছিল। ফলে সে সব জায়গায় যানজট থাকলেও সাধারণ মানুষকে তেমন ভুগতে হয়নি।

তবে একটা ঠাকুর দেখার জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ। রাত যত বেড়েছে, এই অপেক্ষার সময়ও বেড়েছে। তবে ভিড়ের কথা ভেবে এ সব এলাকায় আগে থেকেই মোতায়েন রয়েছেন অতিরিক্ত পুলিশ কর্মী।

যানবাহনের মধ্যে মেট্রোকে ভিড়ের চাপ সহ্য করতে হলেও শহরের বাদবাকি যানে ভিড় তেমন ছিল না। আসলে কলকাতার অধিকাংশ নামীদামি পূজা মেট্রো স্টেশন থেকে খুব একটা দূরে নয়। উত্তরের বিখ্যাত পুজোগুলির সঙ্গে দক্ষিণের বিখ্যাত পুজোগুলির যোগাযোগ সব চেয়ে সহজ হয়েছে মেট্রোর দৌলতে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.