কলকাতা: পুজোর আনন্দে ভাসছে গোটা বাংলা। এই দিন ক’টার জন্যই তো বাঙালির সারাবছরের অপেক্ষা। সমস্ত দুঃখ ভুলে, নিত্যদিনের জীবন যন্ত্রণা ভুলে এই দিনগুলোতেই যেন আনন্দে মেতে ওঠে মানুষ।
অষ্টমীর বিশেষত্ব মায়ের কাছে অঞ্জলি। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চোখে পড়ার মতো ভিড়। প্রতিমা দেখার হিড়িক। রাতে ভিড় হবে, এই ভেবে সকালেই অনেকে প্যান্ডেল হপিং সেরে নিচ্ছেন। শহরের বড় পুজো যেমন দক্ষিণের একডালিয়া, দেশপ্রিয়, ত্রিধারা, চেতলা, হিন্দুস্থান পার্ক, সুরুচি সঙ্ঘ, আবার উত্তরের কাশীবোস লেন, সন্তোষ মিত্র স্কোয়ার, হাতিবাগান, নবীন পল্লী, কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, চালতা বাগান আবার বিধাননগরে শ্রীভূমি কিংবা বেহালার ফুচকার পান্ডেলে নজরকাড়া ভিড়।
মহানগরের যে সব অঞ্চলে নামকরা পূজামণ্ডপ বেশি, সে সব জায়গায় সকাল থেকেই যান নিয়ন্ত্রণে পুলিশ তৎপর ছিল। ফলে সে সব জায়গায় যানজট থাকলেও সাধারণ মানুষকে তেমন ভুগতে হয়নি।
শুধু মহানগর কলকাতা কেন, রাজ্যের প্রতিটি শহর-গ্রামে মহাষ্টমীর পুজো নিয়ে মানুষের উৎসাহ ছিল দেখার মতো। সকাল হতে না হতে শুধু ঘর থেকে বেরিয়ে পড়ার অপেক্ষা। এ দিন অঞ্জলি দেওয়ার হিড়িকও ছিল চোখে পড়ার মতোই।