কলকাতা: দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা মহানগরী-সহ গোটা রাজ্য। আজ মহানবমী। এ বছরের মতো বাপের বাড়িতে উমার শেষ দিন। নবমী রাত থেকেই যেন বিদায়ের ঘণ্টা বাজে মণ্ডপে মণ্ডপে।
এ বছর দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে, বিদায়ও নেবেন ঘোটকেই। নবরাত্রির শেষ দিনে অর্থাৎ নবম দিনে দেবী দুর্গাকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করা হয় থাকে। নবমীর সন্ধ্যা আরতির পর বিষাদের সুর বাজে সর্বত্র। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপুজোর প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ, তবু অষ্টমী ও নবমী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। মহানবমী তিথিতেও দেবীর বিশেষ পুজো হয়। জানুন মহানবমীর নির্ঘণ্ট।
মহানবমীর শুভ তিথি
পূর্বাহ্ণ ঘ ৯।২৮ মহানবমী দিবা ঘ ৩।৪ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৮।৩১ গতে পূর্বাহ্ণ মধ্যে)
শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত।
পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ।
মহানবমীর অমৃতযোগ
দিবা ঘ ৭।২০ মধ্যে ও ৮।৪৮ গতে ১০.৫৯ মধ্যে এবং রাত্রি ঘ ৭।২৬ গতে ১০।৫৫ মধ্যে ও ২।২৪ গতে ৩।১৬ মধ্যে।