কলকাতা: গোটা পুজোর মরশুমে বার বার বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। নবমীতেও তার ব্যতিক্রম ঘটছে না। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ বৃষ্টি হয়েছে কলকাতার বিভিন্ন অংশে। ও দিকে, জলপাইগুড়ির ধুপগুড়ি-সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় মুশলধারে বৃষ্টি নামে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নবমীতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রামেও কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সপ্তমী ও অষ্টমীতেও দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও দক্ষিণের জেলাগুলি। তবে দুর্যোগ বাধা সৃষ্টি করতে পারেনি মণ্ডপমুখী মানুষের আবেগে। বৃষ্টিকে হেলায় উপেক্ষা করেই ছাতা মাথায় দিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন দর্শনার্থীরা।
তবে স্বস্তির খবর একটাই, হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। দশমীর দিন থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে পাততাড়ি গোটাতে পারে বৃষ্টি।
আরও পড়ুন: আজ মহানবমী: আকাশের খামখেয়ালিপনা উপেক্ষা করেই উৎসবমুখর রাজ্য