মহাসপ্তমীতে নবপত্রিকা স্নানের পর মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা

কলকাতা: আজ মহাসপ্তমী। বৃহস্পতিবার ভোর থেকেই ঘাটে ঘাটে ভিড় জমেছে নবপত্রিকা স্নান এবং পুজোর আচার পালন করতে। এদিন দেবী দুর্গার সপ্তমী পুজোর সূচনা হয় কলা বৌ স্নান করিয়ে ও ঘট প্রতিস্থাপনের মাধ্যমে।

নদীর ঘাটে নবপত্রিকা স্নানের আচার সম্পন্ন হওয়ার পর, মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে দেবীর পুজো। গণেশের পাশে পূজিত হবে নবপত্রিকা, এবং সন্তানদের নিয়ে দেবী দুর্গা মণ্ডপে আরাধিত হবেন।

সপ্তমী পুজোর মাধ্যমে আজই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে দুর্গাপুজো। মা দুর্গা লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে সঙ্গে নিয়ে প্রবেশ করছেন পিতৃগৃহে। আজ প্রতিমার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার পর বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী পুজোর মূল আচার শুরু হয়েছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?