Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কার্নিভালে রঙিন রেড রোড! ঢাকের বাদ্যি, ধামসা-মাদল মিলেমিশে একাকার - NewsOnly24

কার্নিভালে রঙিন রেড রোড! ঢাকের বাদ্যি, ধামসা-মাদল মিলেমিশে একাকার

কলকাতা: পুজো কার্নিভালে শনিবার নতুন করে সেজে উঠছে রেড রোড। ঢাকের বাদ্যি, গরবা নাচ, ধামসা-মাদল সব মিলে মিশে গিয়েছে পুজোর কার্নিভালে। সব মিলিয়ে রঙিন হয়ে উঠছে পুজোর কার্নিভাল।

ইউনেসকোর স্বীকৃতি মেলার পর এ বার কার্নিভাল ঘিরে বাড়তি উদ্দীপনা রয়েছে। কার্নিভালে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইউনেস্কোর প্রতিনিধিরা। নিজেদের থিমের সঙ্গে সাজুয্য রেখেই ট্যাবলো সাজিয়েছে পুজো কমিটিগুলো।

এ দিন চলন্ত বাইকে সপরিবারে দুর্গা। বাইকে সওয়ার হয়েই ঢাক-ঘণ্টা বাজিয়ে আরাধনা। কলকাতা পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্টে মেগা কার্নিভালের সূচনা। তার দুই পাশে দর্শকাসন। মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রীর বসার মঞ্চ।

করোনা অতিমারির জেরে গত দু’বছর রেড রোডে পুজোর কার্নিভাল হয়নি। রেড রোডে কড়া নিরাপত্তার মধ্যে এ বারের কার্নিভালে অংশ নিয়েছে ৯৫টি পুজো কমিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানে নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় কার্নিভাল।

প্রথম পুজো কমিটি হিসেবে আলিপুর বডিগার্ডস লাইন আবাসিক দুর্গাপুজো কমিটি আসে। খুকরি নৃত্য পরিবেশনা করা হয়। একে একে আসে বিশ্ব বাংলা সেরার সেরা পুরস্কারপ্রাপ্ত দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গোৎসব কমিটি-সহ অন্যান্য পুজোর বর্ণাঢ্য ট্যাবলো।

Related posts

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও