Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাড়তি পুলিশ, ওয়াচ টাওয়ার, পুজোয় কড়া নিরাপত্তা কলকাতায় - NewsOnly24

বাড়তি পুলিশ, ওয়াচ টাওয়ার, পুজোয় কড়া নিরাপত্তা কলকাতায়

কলকাতা: মহালয়ার আগেই উদ্বোধন হয়ে গিয়েছে বেশ কিছু পুজোর। প্রথমা থেকেই মহানগরের বড়ো পুজোমণ্ডপে নেমেছে দর্শনার্থীর ঢল। এই আনন্দের উৎসবে যাতে নিরাপত্তা অটুট থাকে, তা নিয়েই বাড়তি উদ্যোগ কলকাতা পুলিশের। এ বছর চতুর্থী থেকে শহরের রাস্তায় অতিরিক্ত পুলিশ নামানো হচ্ছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে।

পুজোর দিনগুলিতে শহরে চলবে কড়া নজরদারি। চতুর্থী থেকে সেই নজরদারি আরও বাড়ছে। চতুর্থীর দিন থাকছে অতিরিক্ত ৪ হাজার পুলিশ কর্মী। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত শহরে মোতায়েন থাকছে অতিরিক্ত ৮ হাজার পুলিশ। সব মিলিয়ে পুজোর ক’দিন শহরের রাস্তায় পুলিশকর্মীর মোট সংখ্যা ১৪ হাজার ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। ট্রাফিক নিয়ন্ত্রণে থাকছেন ৬ হাজার পুলিশ। শহরে নজরদারি জন্য থাকছে ৫১টি ওয়াচ টাওয়ার।

১৮ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন দায়িত্বে। সঙ্গে ৮২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারও থাকছেন। এছাড়া ২০০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন নজরদারিতে।

এ ছাড়া ২০০ জন ইনস্পেক্টরও রাস্তায় থাকবেন পুজোর ক’দিন। শহর জুড়ে প্রায় ৫১টি নজর-মিনার প্রস্তুত রাখা হচ্ছে। থাকছে ৩০টি অ্যাম্বুল্যান্স, ১৬টি কুইক রেসপন্স টিমও। গঙ্গার ঘাটগুলিতে থাকছে অতিরিক্ত বন্দোবস্ত।

Related posts

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও