প্রথম পাতা খবর ষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে থিকথিকে ভিড় মহানগরে

ষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে থিকথিকে ভিড় মহানগরে

356 views
A+A-
Reset

কলকাতা: মহোৎসবের আবহ মহানগরে। উত্তর, দক্ষিণ, সব জায়গাতেই এক ছবি। ষষ্ঠীর সকাল থেকেই ঠাকুর দেখার ভিড়। নতুন জামাকাপড়৷ নতুন জুতো। হৈ-হুল্লোড়, খাওয়া-দাওয়া৷ উৎসবের আনন্দে ভাসছে শহর। থিম, সাবেকিয়ানা, নান্দনিকতায় মিলে-মিশে উদযাপনের রং।

ষষ্ঠীর দিন এমনিতেই বহু অফিস খোলা থাকায় নিত্যযাত্রীদের আনাগোনা ছিল স্বাভাবিক। তার উপর, সকাল থেকে রাস্তায় ঢল নেমেছিল দর্শনার্থীদের। সন্ধ্যার পর তা আরও বাড়তে শুরু করে। আর রাতে ভিড় বেড়েছে আরও।

চিরাচরিত ভিড় টিকিয়ে রেখেছে একডালিয়া, সিংহী পার্ক থেকে বাগবাজার সার্বজনীনের মতো পুজোগুলি। আবার ভিড়ের প্রতিযোগিতায় কোনো অংশে পিছিয়ে নেই মহম্মদ আলি পার্ক, তেলেঙ্গা বাগান, বাদামতলা আষাঢ় সংঘ, টালা প্রত্যয় থেকে নাকলতা উদয়ন সংঘ, চেতলা অগ্রণীর মতো পুজো।

মণ্ডপের ভিড় স্বাভাবিক ভাবে নেমেছে পথেও। বড় পুজোগুলিতে যাওয়ার রাস্তায় তীব্র যানজট। তবে তাকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়নি কলকাতা পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.