দুর্গাপুজোর শুরুতেই আবহাওয়ার দোলাচল। নিম্নচাপ দুর্বল হলেও ষষ্ঠীর দিন বৃষ্টির সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার (ষষ্ঠী) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ষষ্ঠীর পূর্বাভাস
কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শহরে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, বিকেলের দিকে কালো মেঘের আনাগোনা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৮ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।
সপ্তমীর পূর্বাভাস
সোমবার (সপ্তমী) স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টির সম্ভাবনা নেই। কোনও সতর্কতাও জারি হয়নি।
নবমী–দশমীর শঙ্কা
তবে নবমীর দিন ফের বৃষ্টি নামতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, অষ্টমীতে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে নবমীতে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দশমীতেও অনুরূপ পরিস্থিতি হতে পারে।
উত্তরবঙ্গের পূর্বাভাস
- ষষ্ঠী (রবিবার): দার্জিলিং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
- সপ্তমী (সোমবার): দক্ষিণ দিনাজপুর ও মালদহের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
- অষ্টমী (মঙ্গলবার): দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃষ্টির সম্ভাবনা।
- নবমী ও দশমী: উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।